ওইসব ঝটিকা মিছিলের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অস্তিত্ব জানান দেওয়ার জন্য। বিষয়টি এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। অনেকে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন তুলছেন। চলতি বছরের প্রথম কয়েক মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে তেমন কোনো তৎপরতা না থাকলেও তারা ছদ্মবেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। তবে সেপ্টেম্বরে হঠাৎ করেই তাদের প্রকাশ্য কার্যক্রম বেড়ে গেছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসররা এমনিতেই ভয়ে পালিয়ে যান। শুরুর দিকে সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা না হলেও কার্যত জনগণের কাছে তারা নিষিদ্ধই ছিলেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশের কয়েকটি স্থানের পাশাপাশি ঢাকার দুই-এক জায়গায় ভোরের দিকে আওয়ামী নেতা-কর্মীদের মিছিলের সংবাদ পাওয়া যায়। কিন্তু চলতি সেপ্টেম্বর...