ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু-জাকসু) নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। অন্যদিকে জয় তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল ও বামপন্থী প্যানেলগুলো।বিশ্লেষকরা মনে করছেন, এ দুই ছাত্রসংসদের ফলাফল শুধু ক্যাম্পাস রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় শিবিরের বিস্তৃত প্রভাব কেবল বিএনপি নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বদলে যেতে পারে সব সমীকরণ। জামায়াতকে ঘিরে বদলে যেতে পারে সব সমীকরণঅনেকে মনে করেন, ডাকসুতে শিবিরের জয় ঠেকাতে শিবিরবিরোধী সংগঠনগুলোর জোট গড়ে মাঠে নামা উচিত ছিল। জাতীয় নির্বাচনে জোট গড়ার ক্ষেত্রে ডাকসুর এই অভিজ্ঞতা প্রভাব ফেলতে পারে। জাতীয় রাজনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ। আগে আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে যে রাজনৈতিক মেরুকরণ ছিল সেটি...