ইপিজেডে কর্মরত তৈরি পোশাক শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু ও স্থায়ী শারীরিক অক্ষমতায় আর্থিক সুবিধা প্রদান শুরু করেছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ (ইআইএস) নামে একটি প্রকল্প চালু করেছে সংস্থাটি। প্রকল্পটিতে আইএলওর সঙ্গে জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) কারিগরি সহায়তা প্রদান করছে। যার অর্থায়ন করবে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্রেতা প্রতিষ্ঠান। এর আগে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি বেপজা, আইএলও ও জিআইজেড-এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। পরবর্তীতে এসব সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি এনডোর্সমেন্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি শ্রমিকদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন আবেদন যাচাই করে প্রাথমিকভাবে উল্লিখিত তিন জনকে পেনশন সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়। গতকাল রবিবার ধানমন্ডির বেপজা কমপ্লেক্সে প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের দুজন নিহত...