ডিবি পরিচয়ে ডাকাতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু, মো. টিটু মিয়া, মো. মিঠু মিয়া। গতকাল শনিবার রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়। রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সেলিম মোল্লা নামে এক ব্যক্তি গত ১০ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ আগস্ট নুর আলম নামে এক ব্যক্তি আর্ট পেপার পরিবহনের জন্য মামলার বাদী সেলিমের ট্রাক ভাড়া করে। এর পরের দিন ৩০ আগস্ট রাত আনুমানিক দুইটার দিকে আর্ট পেপার ট্রাকে পরিবহনের সময়...