১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম ইয়েমেনের হুথি বিদ্রোহী সংগঠন আনসারুল্লাহ দাবি করেছে যে, তারা ইসরাইলের রাজধানী তেলআবিবে একাধিক লক্ষ্যবস্তুতে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংগঠনের মুখপাত্র ইয়াহইয়া সারিয়া আল-মাসিরাহ টেলিভিশনকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটিতে একাধিক ওয়ারহেড ছিল এবং এটি ইয়াফা (তেলআবিব) অঞ্চলের কয়েকটি দুর্বল স্থানে আঘাত হেনেছে। তার দাবি, অভিযানে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ইসরাইলি আকাশসীমার বাইরে প্রতিহত করেছে। এসময় দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়। গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে হুথি আন্দোলন ঘোষণা করেছিল, তারা ইসরাইলে হামলা চালাবে এবং ইসরাইল-সমর্থিত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব আল-মন্দেব প্রণালী দিয়ে চলাচল করতে দেবে না। জানুয়ারি ২০২৫-এর মধ্যভাগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে...