১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ভিসি বসানো হয়েছে উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ভিসি, কি করে হতে পারে?গতকাল রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে একটি ছাত্র সংগঠনের বিজয় কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা সেই প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেদিন ভোট সেদিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে,...