১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম সেঞ্চুরি ছুঁতে প্রয়োজন ছিল ছয় রানের। ছক্কার চেষ্টাই করলেন উইল স্মিড। অফ স্টাম্পের বেশ বাইরে বল পেয়ে উড়িয়ে মারলেন সজোরে। কিন্তু ধরা পড়লেন একদম সীমানায়। সেঞ্চুরি হাতছাড়ার চেয়েও বড় ভাবনা তখন, দল জিততে পারবে তো! প্রয়োজন তখন ১.৫ ওভারে ১৮ রান। সেই ভার নিজের কাঁধে তুলে নিলেন অধিনায়ক লুইস গ্রেগোরি। দুর্দান্ত ব্যাটিংয়ে পরের ৫ বলেই তিনি করে ফেললেন ১৮ রান। শিরোপার উল্লাসে মেতে উঠল সমারসেট। ইংল্যান্ডের ভাইটালিটি বøাস্টের ফাইনালে দুর্দান্ত রান তাড়ায় হ্যাম্পশায়ারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সমারসেট। এজবাস্টনে গতপরশু রাতে হ্যাম্পশায়ারের ১৯৪ রান টপকে জিতে যায় সমারসেট। টি-টোয়েন্টি বøাস্টের ২৩ আসরে ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি এটিই। তিন বছরের মধ্যে সমারসেটের দ্বিতীয় শিরোপা এটি। তিনবার চ্যাম্পিয়ন...