মো. আবদুর রহমান ইসলামবিষয়ক লেখক ও গবেষক। সমসাময়িক ইসলামি বিষয়ে তিনি নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখেন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। তার সেসব লেখা পাঠক মহলে খুব সমাদৃত। সম্প্রতি তিনি ‘আদর্শ মানুষ’ নামে একটি বই লিখেছেন। এ বইয়ের ভূমিকায় লেখক বলেছেন, ‘একজন আদর্শ মানুষ আল্লাহ ও তার রাসুলের আদেশ-নিষেধ মেনে জীবনযাপন করে। তিনি ইসলামের প্রতি অনুগত, ইবাদতকারী ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী। আদর্শ মানুষ চরিত্রবান, উদার, ধৈর্যশীল, সত্যবাদী, ন্যায়বান, দানশীল, পরোপকারী ও হালাল রুজি উপার্জনকারী ইত্যাদি বৈশিষ্ট্যের অধিকারী। তারা অনর্থক ও অহেতুক কথা ও কর্ম পরিহারকারী। আল্লাহভীতি আদর্শ মানুষের সবচেয়ে উত্তম গুণ। তারা স্বীয় জীবনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখে। আদর্শ মানুষ ওয়াদা পূর্ণ করে, সৎকাজের আদেশ দেয় ও অসৎকাজের নিষেধ করে। এছাড়া আদর্শ মানুষ বিনয় ও নম্রতায় অতুলনীয়। এই আদর্শ মানুষই সমাজের...