ভারত বোলারদের তোপে ভারতের বিপক্ষে লড়াই জমানোর মত সংগ্রহ টাও করতে পারেনি পাকিস্তান। এরপর বল হাতেও ভারতের পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন পাকিস্তান বোলাররা। ফলাফল এশিয়া কাপে আরও একটি বড় জয় ভারতের। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে আসর শুরু করা দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। গ্রুপপর্বের লড়াইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ভারত ব্যাটারদের কেবল ৩টি উইকেট নিতে পেরেছেন পাকিস্তান বোলাররা। ২২ রানে শুভমন গিল ফেরেন ৭ বলে ১০ রান করে। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪টি চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করে...