ভারতের বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। এশিয়া কাপ টি-টোয়েন্টির ম্যাচে পাকিস্তানকে তারা আটকে দেন মাত্র ১২৭ রানে। ছোট লক্ষ্য তাড়া করতে তেমন বেগ পেতে হয়নি সূর্যকুমার যাদবের দলকে। হাইভোল্টেজ লড়াইকে একপেশে বানিয়ে ভারত জিতেছে ৭ উইকেট আর ২৫ বল হাতে রেখে। টানা দ্বিতীয় ম্যাচে বড় জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। ১২৮ রানের লক্ষ্যে ভারতকে পজিটিভ শুরু এনে দেন অভিষেক শর্মা। শুভমান গিল ৭ বলে ১০ করে ফিরলেও অভিষেকের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৬১ রান তোলে ভারত। ১৩ বলে ৩১ করেন অভিষেক। এরপর তিলক ভার্মা বল সমান ৩১ রান করে দিয়ে যান। সূর্য ৩৭ বলে ৪৭ আর শিভাম দুবে ৭ বলে অপরাজিত ১০ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ভারতের তিনটি উইকেটই নেন সাইম আইয়ুব। এর আগে ভারতের...