১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম ২০২৪ সালের জুলাই-আগস্ট পতিত আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর গুলি ছোঁড়ার সাথে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী ক্যাডাররা এখনও অধরা। এদের শনাক্ত করা বা গ্রেফতারে কোন উদ্যোগ নেই আইন-শৃংখলা বাহিনীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দফতরের নেই কোন মনিটরিং। অথচ আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় এসব অবৈধ অস্ত্রধারীরা মাথায় হেলমেট আর গলায় গামছা বেঁধে শটগান, পিস্তল, রিভলভার এমনকি একে-৪৭- এর মত ভয়ংকর অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা ও আহত করেছে আন্দোলনে অংশ গ্রহণকারীদের। গ্রেফতারের কোন উদ্যোগ না থাকায় ও গোয়েন্দা সংস্থার নিস্ক্রিয়তার সুযোগে অনেকেই নানা কায়দায় দেশ ছেড়ে পালাচ্ছেন বা পালানোর চেষ্টা করছেন। প্রশাসনের বাইরে সাদা পোশাকে ছাত্রদের উপর গুলির ঘটনাগুলো বিশ্লেষণ করে খুব...