১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ১১টি প্যানেল ভোটযুদ্ধে নামছে, যার মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছে শিবির-ছাত্রদলসহ ছয়টি প্যানেল। তফসিল অনুযায়ী, রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি, সিনেটের পাঁচটি পদে ৮৪টি এবং ১৭টি হলে হল সংসদের ৭৫৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থিতা যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর মধ্য দিয়েই শুরু হলো আনুষ্ঠানিক প্রচার। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আজ চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।’ এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছয়টি প্যানেল। এগুলো হচ্ছে- ইসলামী ছাত্রশিবির সমর্থিত...