১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম নতুন রাজনৈতিক দলের সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় নিবন্ধন প্রক্রিয়া। আর রাজনৈতিক দলকে সত্যায়িত করে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুর রাজনৈতিক দলের সূচনা হয় দুই শতাধিক। এদের মধ্যে ১৪৩ টি দল নিবন্ধনের জন্য কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশন ভবনে আবেদন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি। এর আগে ইসির সরেজমিনে গিয়ে তথ্য যাচাই বাছাই করে তা কমিশনের কাছে উপস্থাপন করে দাবী আপত্তির বিজ্ঞপ্তি দিয়ে শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করবে। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। এবার নিবন্ধনের জন্য ১৪৩টি নতুন দল আবেদন করলে এর...