১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম নোয়াহ লাইলস নন, কিশানে টম্পসন নন, টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন উসাইন বোল্টের দেশ জ্যামাইকার এই স্প্রিন্টার। রুপা জিতেছে একই দেশের কিশানে টম্পসন, সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস হয়েছেন তৃতীয়। ২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়েরর পর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন এক জামাইকান স্প্রিন্টার। আর টোকিওর গ্যালারিতে বসে সেই ঐতিহাসিক মুহূর্ত চোখ ভরে দেখলেন বোল্ট নিজেই। সেভিলের জয়ের পর খুশিদে রীতিমতো লাফিয়েছেন সর্বকালের দ্রæততম মানব। ১১ বার বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন ১০০ মিটারে জামাইকানদের ‘ওয়ান-টু’ হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন লাইলসকে হারিয়ে টম্পসন ও সেভিল জয়ী হবেন-...