১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম দুই দল এশিয়া কাপে মুখোমুখি হবে কিনা এ নিয়ে জল ঘোলা কম হয়নি।মে মাসে সীমান্ত সংঘাতের পর তলানিতে গিয়ে ঠেকে দুই দেশের সম্পর্ক।বয়কট,পাল্টা বয়কটে বিভিন্ন প্রতিযোগিতায় দুই দলের অনেক ম্যাচ বাতিল হয়।তবে শঙ্কা কাটিয়ে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দল।আইসিসির ইভেন্টে যেন ভারতের বিপক্ষে খেলায় ভুলে যায় পাকিস্তান। ব্যতিক্রম হয়নি এদিন।প্রথমে স্পিন বিষে নীল, পরে বল হাতে মলিনতা।ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে হারের সেই পুরোনো বৃত্তেই আটকা পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে তিন স্পিনারে হাঁসফাঁস করতে কতে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান।জবাব দিতে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে ২৫ বল থাকতে ভারত তুলে নিল ৭ উইকেটের বড় জয়। একপ্রকার নিশ্চিত...