১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ এএম ভাঙ্গায় অবরোধ অব্যাহত রয়েছে। জনতার আন্দোলনে সরকারি স্থাপনা রক্ষার্থে প্রশাসনের কড়া পাহারা। গতকাল রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক হয়। এতে ভাঙ্গাবাসী আরো বিক্ষুব্ধ হয়ে উঠছে। ফুঁসে উঠছে হাজার হাজার সাধারণ জনতা। ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগি ও হামিরদিকে ভাঙ্গার মানচিত্রে পুর্নবহাল করার আন্দোলনের ৪র্থ দফা দাবির মধ্যে গতকাল শেষ হলো টানা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধের প্রথম দিন। আগামীকাল হবে ২য় দিন। আগামী পরশু হবে তৃতীয় দিন। তবে টানা এই দিনেও ভাঙ্গাবাসীর আন্দোলন শেষ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গতকালের অবরোধের দেখা গেছে উল্টো গনেশ চলে, এমন প্রবাদ বাক্যের মত। ভাঙ্গার জনতার আন্দোলনকারীদের মধ্যে মো. রফিক উদ্দিন বেপারী ইনকিলাবকে বলেন,...