১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম আগামী বছর অনলাইনে কোম্পানি রিটার্ন জমা বাধ্যতামূলকঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে। মানুষ এগুলো থেকে নিস্তার চায় জানান উপদেষ্টা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না। গতকাল রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। এ সরকার মানুষের জন্য কিছু করে যেতে চাচ্ছে জানিয়ে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতার আহŸান জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাজ করলেও...