আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া– পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে চার জন আহত হয়েছেন। গুরুতর আহত জিৎ হোসেন নামে এক ছাত্রদলকর্মীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।গত শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার সাহাপুর ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। এ ঘটনায় রোববার দিনব্যাপী ওই এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করেছে।আহতরা হলেন- উপজেলা যুবদল নেতা কাজী আসাদুল ইসলামের ছেলে কাজী সামিউল ইসলাম বাপ্পী (৪০), তার অনুযায়ী যুবদলকর্মী ও আবু বক্কারের ছেলে শুভ হোসেন (৩০), ছাত্রদলকর্মী ও তরিকুল ইসলামের ছেলে জিৎ হোসেন (১৭) এবং সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাসেল পারভেজ গ্রুপের ছাত্রদলকর্মী ও সামসুল ইসলামের ছেলে স্কুলছাত্র রুহুল কুদ্দুস (১৭)।স্থানীয় সূত্র...