১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আওয়ামী লীগ ইসলামের দুশমন। আর, জামায়াত দেওবন্দী কওমী মাদরাসার দুশমন। আল্লাহ না করুন, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে, তাহলে দেওবন্দী কওমী ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার (আলীয়া ও সুন্নিয়াত) মাদরাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি। আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি। আল্লাহ পানাহ্ দিন, আল্লাহ আমাদেরকে পানাহ দিন। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী গত বৃহস্পতিবার হাটহাজারী ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন।হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর উক্ত স্মরণসভায় আলেম ওলামা মশায়েখদের সমাবেশ অনুষ্ঠিত...