ফিল ফোডেনের হেড এবং আর্লিং হাল্যান্ডের চমৎকার দুই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি জিতেছে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। মৌসুমে ফিল ফোডেন প্রথমবার শুরুর একাদশে ফিরেছিলেন। নেমেই ১৮ মিনিটে জেরেমি ডকুর ক্রস থেকে হেড করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন তিনি। কয়েকদিন আগে দেশের হয়ে মাঠ কাঁপানো হাল্যান্ড এদিনও ছিলেন বিধ্বংসী ভূমিকায়। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান সিটির। পুরোটা সময় ইউনাইটেডের রক্ষণে বুলডোজার চালানো ২৫ বছর বয়সী ৬৮ মিনিটে পান জোড়া গোল। ৪ ম্যাচে দুই জয়ে আটে উঠেছে সিটি। এক জয়ে ১৪তম স্থানে রয়েছে ম্যানইউ। অপর দিকে, পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা লিভারপুল শেষ দিকে যোগ হওয়া সময়ে কষ্টার্জিত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। বার্নলির বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করতে অবদান মোহাম্মদ সালাহর। ৯০+৫ মিনিটে এসে পেনাল্টি থেকে জয়...