ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবির জিতে গেছে বলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীও জিতে যাবে- এমন কোনো কারণ নাই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. রেদোয়ান আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির তাদের একার ভোটে বিজয়ী হয়নি। এখানে বিভিন্ন দল, মত ও বিভিন্ন সংগঠনের ছাত্রদের ভোটে বিজয়ী হয়েছেন। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সেটার প্রতিফলনে শিবিরের বিজয় হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দলের প্রার্থী ও প্রতীককে ভোট দেবে জনগণ।আগামী বছর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচন করে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। বিশ্বের অনেক দেশ বিএনপিকে ধাক্কা...