১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার পর এখন ছুটি কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এদের মধ্যে কয়েকজন ভুটানে লিগ খেলে লাওসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। ছুটি কাটিয়ে এই সপ্তাহেই ফের ক্যাম্পে ফিরবেন নারী ফুটবলাররা। জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল এক সাথেই অনুশীলন করবে এশিয়ান কাপের মূল পর্বের জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই ঘোষণা করেছিল মেয়েদের ক্যাম্প হবে রাজধানীর বাইরে। ক্যাম্প করার জন্য দুই জেলাকে পছন্দ করেছিল বাফুফে। একটি চট্টগ্রাম, অন্যটি যশোর। ছুটি কাটিয়ে কোচ পিটার বাটলার ঢাকায় ফিরবেন আগামী বৃহস্পতিবার। ইংল্যান্ড থেকে পিটার বাটলার গতকাল বলেন, ‘আমি ১৮ সেপ্টেম্বর ঢাকায় আসবো। তবে ক্যাম্প কোথায় হবে, সেটা বাফুফে বলতে পারবে। আমি অনুশীলন ক্যাম্পের জন্য...