১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদনপ্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস। দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে, যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপ্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করতে হবে। এ সময় পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। প্রাথমিক পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটির প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন হবে। ফলাফল অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। ‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি প্রয়োজন’ হলে, সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে। ‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ জানানো হলে, নির্ধারিত তারিখে দূতাবাসে...