১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ এএম চাকরি জীবনের ১২ বছর পার করেও কোন পদোন্নতি না পাওয়ায় পদোন্নতির দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষা ক্যাডারের ৩২ ও ৩৩ ব্যাচের শতাধিক লেকচারার। একইসঙ্গে তারা মাউশির মহাপরিচালকসহ বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনের নেতৃবৃন্দকে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রোববার মাউশি অধিদপ্তরের সামনে শিক্ষা ক্যাডারের ৩২ ও ৩৩তম ব্যাচের শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষকরা জানান, আন্তঃক্যাডার এবং অন্তঃক্যাডার বৈষম্যের এক চরম নজির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এ ক্যাডারে ৩৩তম বিসিএসের সদস্যরা চাকরিতে যোগদান করে ২০১৪ সালের ৭ আগস্ট। চাকরি জীবনের ১২ বছর পরে এসেও ৩৩ ব্যাচের প্রায় ৩৫০’র মতো লেকচারারের এখনো জীবনের প্রথম পদোন্নতি জুটেনি।তারা বলেন, কেবল বিসিএস ৩৩ ব্যাচ না, ৩২ ব্যাচেরও প্রায়...