১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম যে প্রশ্ন শেখ হাসিনা তুলতেন, এখন সেই প্রশ্ন তুলছে জামায়াতে ইসলামী। গতবছর ৫ আগস্ট হাসিনা ভারত পালিয়ে যান। সুপ্রিমকোর্টের স্পেশাল রেফারেন্সের ভিত্তিতে ওই বছর ৮ আগস্ট সংবিধান অনুসারে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। মহামান্য প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ত্বরিত সিদ্ধান্তে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের স্পেশাল চেয়ে পাঠান। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে এই মর্মে মতামত দেন যে, প্রেসিডেন্ট একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর প্রেসিডেন্ট গতবছর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করান। প্রেসিডেন্টের চাওয়া রেফারেন্ডামের প্রেক্ষিতে স্পেশাল রেফারেন্সে আপিল বিভাগের সাত বিচারপতি বলেন,...