১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘটেছে লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডি (ঝঙঅঝ) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে। তার গাড়ি লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভকারী ডিম নিক্ষেপ করে এবং গাড়ি আটকে রাখার চেষ্টা করে। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সৌভাগ্যবশত ওই সময় গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না। স্মরণ করা যেতে পারে, সপ্তাহ কয়েক আগে নিউইয়র্কে একই ধরনের ঘটনার শিকার হন তিনি। সেখানে বাংলাদেশ কনস্যুলেটে এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম ও বোতল নিপেক্ষপ করা হয়। বিক্ষোভকারীরা তার গাড়ির কাঁচের দরজা ভেঙ্গে ফেলে। তখন প্রশ্ন উঠেছিল, কনস্যুলেটে যথাযথ...