১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ এএম রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনে করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী (৬১) ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জগঠনের তারিখ পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। একই সঙ্গে সুব্রত বাইনের জামিন আবেদন নাচক করেছেন আদালত। গতকাল রোববার শুনানি শেষে ঢাকার মহানগর বিশেষ ট্রাইবুনাল ১৫ নাম্বার বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এই আদেশ দেন।এদিন চার্জগঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিলো। সুব্রত বাইনের আইনজীবীরা জামিন শুনানি করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে চার্জশিটভুক্ত সকল আসামির উপস্থিতিতে চার্জগঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেন। গত ১৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি...