হঠাৎই যেন ব্যর্থতার বৃত্তে ঢুকে পড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে শিরোপা হারানোর পর আবার হেরেছে দলটি। এবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লটের কাছে মায়ামির হার ৩-০ গোলের বড় ব্যবধানে। আগের ম্যাচের মতো এ ম্যাচেও নিষ্প্রভ ছিলেন মেসি। এমনকি মিস করেছেন পেনাল্টিও। মূলত মেসির পেনাল্টি মিসের পরই একের পর এক গোল হজম করেছে মায়ামি। শার্লটের জয়ে হ্যাটট্রিক করেছেন ইদান টোকলোমাতি। এটি টোকলোমাতির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে রোববার ভোরে শুরু থেকে মায়ামির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে শার্লট। তবে ৩০ মিনিটে মায়ামিই প্রথম ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করে মায়ামিকে পেনাল্টি উপহার দেন শার্লট ডিফেন্ডার দিবরিল দেয়ান। তবে পেনাল্টির সে সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি।...