১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম বাংলাদেশের রাজনীতিতে ভাষার ব্যবহার এখন এক উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ও নেতৃবৃন্দের মুখ থেকে শালীন ও ভদ্র কথাবার্তার বদলে প্রতিনিয়ত শোনা যাচ্ছে আক্রমণাত্মক, বিদ্বেষমূলক এবং কখনও কখনও অশ্রাব্য কথন। এমন প্রবণতা কেবল রাজনৈতিক সৌজন্যকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং গণতন্ত্রের সুস্থ বিকাশকেও বাধাগ্রস্ত করছে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ ও রাষ্ট্র পরিচালনার সুষ্ঠু পরিকল্পনা। কিন্তু যখন রাজনৈতিক ভাষা শালীনতা হারায়, তখন জনগণ রাজনীতিকে আর নীতি বা আদর্শ হিসেবে দেখে না, বরং দেখে ব্যক্তিগত প্রতিহিংসা আর ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে। রাজনীতি আসলে এক ধরনের জনসেবার অঙ্গীকার। কিন্তু যখন ভাষা শিষ্টাচার হারায়, তখন রাজনীতির মূল উদ্দেশ্যই আড়াল হয়ে যায়। নেতাদের মনে রাখা উচিত, তাদের প্রতিটি বাক্য কেবল ব্যক্তিগত...