১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম প্রথম দিনে মনোনয়ন ফরম নিলেন ২৮ জনপাহাড় আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে এখন ভোটের হাওয়া বইছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র রাজনীতি সরগরম হয়ে উঠেছে। জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের অন্তত আটটি প্যানেল ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোববার মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২৮জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাদের মধ্যে ২৬ জন চাকসুর বিভিন্ন পদে প্রার্থী এবং দুই জন হল সংসদের প্রার্থী হিসেবে এ মনোনয়ন সংগ্রহ করেছেন। গতকালই চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় নতুন করে এক হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হচ্ছেন। এ হিসাবে বর্তমানে চাকসুতে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। প্রশাসনের তরফে...