পাকিস্তানের বিপক্ষে এর আগে সূর্যকুমারের সর্বোচ্চ রান ছিল ১৮। তবে এবার এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি দলের বিপক্ষে হাসলো সূর্যের ব্যাট। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক পাকিস্তানের বিপক্ষে খেললেন ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস। ম্যাচের দিন ছিল সূর্যকুমারের জন্মদিন। এশিয়া কাপে 'এ' গ্রুপে দুবাইয়ে পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করা পাকিস্তান শাহিন আফ্রিদির ১৬ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে ১২৭ রানের পুঁজি পেয়েছিল। রান তাড়া করতে নেমে ভারত জিতেছে ৭ উইকেটে ২৫ বল হাতে রেখে। জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে সূর্যের জন্য। দলীয় ২২ রানে শুবমান গিলকে (৭ বলে ১০) ফেরান সাইম আইয়ুব, যিনি মূলত পার্ট টাইম স্পিনার বললে ভুল হবে না। পাওয়ার প্লের আগে ফেরেন আরেক ওপেনার অভিষেক শর্মাও। তিনি ১৩ বলে করেন ৩১ রান।...