একটি হত্যাচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুইদিন কারাগারে থাকার পর ছাড়া পান তিনি। এরপর কেটে গেছে প্রায় চার মাস। ওই বিষয়ে আর কোনো কথা বলেননি। তবে সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-তে গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘এ রকম কিছু হবে আশা করিনি। কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো খেতে যাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি, তার জীবনে এত জটিলতা! কী করব না করব এগুলো নিয়ে যখন চিন্তা করতে হয় তখন ভীষণ হতাশ হই।’ জায়েদ খানের পাল্টা প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, ‘আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে...