শ্যামাসংগীতের লাইন ‘এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা, মনরে কৃষিকাজ জানো না’ যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে মানিকগঞ্জের ঘিওরের কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহানের জীবনে। সাংবাদিকতা থেকে কৃষিতে যুক্ত হয়ে তিনি দেশের কৃষিক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্ম নেওয়া এই প্রাক্তন সাংবাদিক দেলোয়ার জাহান বর্তমানে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে বসবাস করছেন এবং পরিচালনা করছেন প্রায় ১২ বিঘা জমিতে ‘প্রাণবৈচিত্র্য খামার’। দেলোয়ার জাহানের খামার বাংলাদেশের কেমিক্যালমুক্ত, টেকসই ও কমিউনিটি-নেতৃত্বাধীন কৃষিব্যবস্থার এক অনন্য উদাহরণ। দেশীয় বীজ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং শিক্ষামূলক কৃষি কার্যক্রমের মাধ্যমে তিনি দেশের কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছেন। দেলোয়ার জাহান ২০০৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি কৃষি বিষয়ক সাংবাদিকতা করেছেন এবং...