প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য থাকে। কালের গর্ভ থেকে উঠে আসা, কিছু মানুষ থাকেন যারা সমাজে স্মরণীয় ও বরণীয়। কোটি মানুষের হৃদয়ে তারা থাকেন নীরবে-নিভৃতে। এর মূল কারণ হচ্ছে, মাটি ও মানুষের স্পর্শছোঁয়া জীবনবোধ। যেখানে লেপ্টে থাকে দেশজ মাটির সোঁদা গন্ধ নিজস্ব সংস্কৃতির অপার ভান্ডার, যারা সমৃদ্ধ করেন নিজের অজান্তেই। তেমনি একজন ছিলেন ফরিদা পারভীন। তাকে আমরা জানি একজন সংগীতশিল্পী হিসেবে। বিশেষ করে, কুষ্টিয়ার ছেঁউড়িয়া থেকে টেনে এনে দেশের সংগীতাঙ্গনে লালন সাঁইয়ের গানকে তিনি যেভাবে সমৃদ্ধ করে গেছেন, সেই অমর কণ্ঠশিল্পীর বিদায় আমাদের স্পর্শ করেছে গভীরভাবে। কেন এমন উপলব্ধি? যার কণ্ঠে লালন সাঁইয়ের গান, আধুনিক গান সবচেয়ে বেশি মানুষের হৃদয় ছুঁয়েছে, ছড়িয়েছে দেশ-বিদেশে, যার নাম-সৃষ্টির সঙ্গে জুড়ে আছে লালনের গান, সেই গানের পাখি ফরিদা পারভীন হারিয়ে গেছেন মহাকালের মহাগর্ভে। জাগতিক...