ছোট পর্দার এই সময়ের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু এই তরুণীর। মাঝখানে কিছুদিন শোবিজ থেকে দূরে থাকলেও ফের নিজের মেধাশক্তি দিয়ে নির্মাতা ও দর্শকের আস্থার জায়গায় চলে আসেন। তবে এবার ভিন্ন অবতারে হাজির হচ্ছেন এই মডেল-অভিনেত্রী। প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করবেন তিনি। তবে সিনেমার গানে নয়, দীপ্ত টিভির নতুন সিরিজ ‘খুশবু’-তে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে তাকে। আজ সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ ও রাত ১০টা ৩০ মিনিটে সিরিজটির প্রচার শুরু হচ্ছে। জানা গেছে, সিরিজে মাহির চরিত্র মূলত ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা হিসেবে! সিরিজের একটি দৃশ্যে দেখা যাবে, আইটেম গানের শুটিংয়ে অভিনয় করছেন তিতলি। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা...