এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি ছিল না, তবে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় না। ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া পাকিস্তানকে এশিয়া কাপের ম্যাচে পাত্তাই দিলো না ভারত। ২৫ বল থাকতে ভারত তুলে নিল ৭ উইকেটের বড় জয়। দুবাইয়ে এশিয়া কাপের চলতি আসরে এটি ভারতের টানা দ্বিতীয় জয়। এই জয়ে ভারত যথারীতি পৌঁছে গেল সুপার ফোরের দোড়গড়ায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ ভারত ৯ উইকেটে হারিয়েছিল আরব আমিরাতকে। টসে জিতে পাকিস্তান দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই সিদ্ধান্ত যে পুরোদুস্তর ভুল প্রমাণিত হয় খানিকবাদেই। ম্যাচের প্রথম বলেই পাকিস্তান উইকেট হারায়। ওপেনার সিয়াম আইয়ুব পেসার হার্দিক পান্ডিয়ার সহজ বলে ক্যাচ তুলে দেন গালিতে শূন্য রানে। পরের ওভারে নিজের প্রথম বলেই জাসপ্রিত বুমরাও একইভাবে সাফল্য পান। ওমানের...