ম্যানচেস্টার ডার্বির নামের যে উত্তাপ, মাঠের লড়াইয়ে তার আঁচ লাগল না একটুও। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে গোল পেয়ে গেল ম্যানচেস্টার সিটি। ব্রুনো ফের্নান্দেস ও তার সতীর্থরা বিরতির পরও নিজেদের মেলে ধরতে পারলেন না। আরও দুবার জালে বল পাঠিয়ে জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন আর্লিং হলান্ড। পুরো ম্যাচে প্রায় ৪৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সিটি। সেখানে প্রথম এক ঘণ্টায় গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারা ইউনাইটেডের বাকি সময়ের খেলায় কিছুটা উন্নতি হয়। এই সময় ১০টি শটও নেয় তারা; যদিও এর বেশিরভাগই ছিল ধারহীন। জয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরুর পর, গত দুই রাউন্ডে...