সিলেটে আলোচিত পাথর লুটকাণ্ডের মূলহোতা বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকালে সাহাব উদ্দিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তদন্তকারীদের দাবি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। এর আগে ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়। সাদাপাথর লুটের পর দুদকের করা লুটকারীদের তালিকায় সাহাব উদ্দিনের নাম শীর্ষভাগে রয়েছে। গোয়েন্দাসহ প্রশাসনের করা অন্যান্য তালিকাতে সাহাব উদ্দিনের...