রাজশাহী নগরে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি ও কমিউনিটিতে ২৪০টি কেন্দ্র স্থাপন করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে বিনা মূল্যে একটি করে ডোজ দেওয়া হবে। এ টিকা পেতে জন্ম নিবন্ধনের...