যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ সামরিক মহড়া তাদের নিজেদের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ সামরিক মহড়াকে ‘উন্মত্ত শক্তি প্রদর্শন’ আখ্যা দিয়ে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের কাছে এই যৌথ মহড়া চলবে। যেখানে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থাকবে। এ ছাড়া সিউল ও ওয়াশিংটন একটি টেবিলটপ সামরিক মহড়া চালাবে। কিম ইয়ো জং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে দেওয়া বিবৃতিতে মহড়াকে ‘বিপজ্জনক ধারণা’ পরিকল্পনা হিসেবে উল্লেখ করে বলেন, ডিপিআরকের (উত্তর কোরিয়া) আশপাশে এই ভুল জায়গায় বেপরোয়া শক্তি প্রদর্শন তাদের জন্য...