জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদ এখন বাস্তবায়নের মুখোমুখি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো ঐকমত্য তৈরি হয়নি। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে, এজন্য সবাইকে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে হবে। দ্বিমতের কোনো সুযোগ নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেয়। যদিও দলগুলো সনদে স্বাক্ষরের ক্ষেত্রে এক ধরনের রাজি, বাস্তবায়নের আইনি ভিত্তি ও পদ্ধতি নিয়ে বিভাজন রয়েছে। বিএনপি সুপ্রিম কোর্টের মতামত নেয়ার প্রস্তাব দিয়েছে যাতে সনদ সম্পূর্ণ আইনের আওতায় আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সনদে স্বাক্ষর দিতে আমরা প্রস্তুত। তবে কিছু সাংবিধানিক পর্যবেক্ষণ রয়েছে। সুপ্রিম কোর্টের মতামত নিলে বাস্তবায়ন সহজ হবে। অন্যদিকে...