ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম স্থানের লড়াইয়ে এবার কোহলি-রোহিতের বদলে নেমেছিলেন গিল ও অভিষেক শর্মা, আর বাবর-রিজওয়ানের পরিবর্তে মাঠে ছিলেন সাইম আইয়ুব ও সালমান আগা। একপেশে লড়াইয়ে ৭ উইকেটে জয় তুলে প্রথমে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত সহজে জয় পায়। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। যদিও গিল মাত্র ১০ রান করেই আউট হন, অভিষেক ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর যাদব ও তিলক ভার্মা ৫৬ রানের জুটি গড়ে জয় নিশ্চিত...