শেষ পর্যন্ত নাটকীয়তা দিয়েই যেন লিভারপুল জিততে অভ্যস্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁত পেনাল্টি আবারও দলকে রক্ষা করল। রোববার রাতে বার্নলির মাঠ টার্ফ মুরে কঠিন লড়াই শেষে ১-০ গোলের জয় তুলে নিয়ে মৌসুমে টানা চতুর্থ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেল আর্নে স্লটের শিষ্যরা। এর আগে তাদের তিনটি জয়ই এসেছিল ৮৩ মিনিটের পরের গোল থেকে। এবারও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সমর্থকদের। প্রায় প্রাপ্য এক পয়েন্ট হাতছাড়া করল লড়াকু বার্নলি।আরো পড়ুন:৭৫০ কোটিতে লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজট্রেন্ট আলেকজান্ডারকে ফ্রি পাচ্ছে না রিয়াল! নতুন মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। এমন ম্যাচে হয়তো দরকার ছিল তাদের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকের উপস্থিতি। নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আসা সুইডিশ ফরোয়ার্ডকে দেখা যায়নি স্কোয়াডে, প্রস্তুতির অভাব আর ক্লাবের সঙ্গে...