গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। পরে ঢাকার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিল রাকিব নামের ওই যুবক। কিছুক্ষণ পরেই অতর্কিত ভাবে ৪/৫ জনের একটি দল হামলা করে কুপিয়ে জখম করে। আহতাবস্থায় সড়কে লুটিয়ে পরলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর...