খুলনার ছয়টি আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৭৮ হাজারের বেশি। নতুনভাবে যুক্ত হয়েছে ৪৭টি ভোটকেন্দ্র, তবে বুথ কমেছে ৬৩৩টি। ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন খুলনার ছয় আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, খুলনায় মোট ভোটার দাঁড়িয়েছে ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪০টি এবং বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭টি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয় আসনে ভোটার ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। তখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ৭৯৩টি কেন্দ্রে ও ৪ হাজার ৭২০টি বুথে। আসনভিত্তিক পরিসংখ্যানে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ): ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন, কেন্দ্র ১১৯টি, বুথ ৬৩৭টি। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা): ভোটার ৩ লাখ ৩১ হাজার ৯৯৫ জন, কেন্দ্র ১৫৭টি, বুথ ৬৫৪টি। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী): ভোটার ২...