সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে আশুলিয়া নরসিংহপুর এলাকার হামীমের তিন নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- রাজমিস্ত্রি রুবেল (৩৫) ও তার স্ত্রী পোশাক শ্রমিক সনিয়া আক্তার (২৮) এবং মেয়ে জামিলা (৫)। প্রত্যক্ষদর্শী জানান,রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়ি থেকে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। এসময় স্ত্রী ও সন্তানের নিথর মরদেহ খাটে পড়ে থাকতে দেখে এবং স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আশুলিয়ার নরসিংহপুর...