চাঁদপুর পৌর কবরস্থানে মৃত শিশুকে কবরস্থ করার সময় কার্টনে জীবিত উদ্ধার। মৃত দুই-তিন মাসের এক শিশুকে দাফন করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ সময় শিশুটি নড়ে উঠে। গোর খোদক কাছে গিয়ে দেখেন শিশুটি জীবিত। অবিশ্বাস্য হলেও সত্যি এ ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌর কবরস্থানে। পরে গণমাধ্যমকর্মীরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং এনআইসিইউতে ভর্তি করান। এ ঘটনায় এলাকায় গভীর ক্ষোভ ও আবেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে কবর খোঁড়ার দায়িত্বে থাকা শ্রমিক শাহজাহানের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি কার্টনে করে শিশুটিকে মৃত বলে কবর দেয়ার জন্যে হস্তান্তর করে। ওই ব্যক্তি শিশুটির বয়স দুই-তিন মাস বলে জানিয়ে দাবি করেন, শিশুটি মৃত। তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ জানান। কবর খোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, নামাজের...