সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার,(১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৭-এ সাহাব উদ্দিনকে হাজির করে পুলিশ। আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেল হাজতে পাঠায়। এ তথ্য জানিয়ে মো. জামশেদ আলম বলেন, রিমান্ডের শুনানির তারিখ নির্ধারণ হয়নি। মামলার নথি আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে, সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।...