৪শ’-৫শ’ পাখি দিয়ে শুরু, ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এখন প্রায় ৫-৬ হাজার চড়ুইয়ের বাস সন্ধ্যায় আপন নিবাসে চড়ুইয়ের কিচিরমিচির, নগরে অনন্য স্বস্তি। ছবিটি ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড থেকে তোলা -সংবাদ গ্রাম বাংলার কুঁড়ে ঘরই একসময় চড়ুই পাখির রাজ্য ছিল। ঘরের কড়িকাঠে থাকত তাদের ছোট্ট বাসা। ঝুপ করে একটা পাখি উড়ে যেত নীড় থেকে উঠোনে, আবার ফিরে আসত ঠোঁটে করে খড়-কুটো নিয়ে। এখন সে কুঁড়ে ঘর নেই, শহর ছুঁয়েছে পিচ ঢালা পথ আর কংক্রিটের দেয়াল। তবুও হার মানেনি চড়ুই। আধুনিকতার প্রবাহে নতুন করে গড়ে নিয়েছে আপন ঠিকানা। এবার শহরের ভেতরেই। দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের অন্যতম প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকা এ যেন এখন চড়ুইদের গহিন গ্রাম। কৃষ্ণচূড়া, বকুল, আম আর দেবদারু গাছে গড়ে উঠেছে হাজার হাজার চড়ুই পাখির বাসা। বিকেল হলেই ডালে...