১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম রাজধানীর কোতোয়ালী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে খুন-জখমের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মো. মিজানুর রহমান (৩৮) ও রুজিনা বেগম (২৯)। রবিবার সকাল ৯টার দিকে কোতোয়ালী থানার রায় সাহেব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএমপির কোতোয়ালী থানা পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সৈয়দ আলীর সঙ্গে আদালতের কাজে যাতায়াতের সময় রুজিনা বেগমের পরিচয় হয়। পরে তিনি স্বল্পমূল্যে ফ্ল্যাট কেনার প্রলোভন দেখান। গত ৯ আগস্ট রুজিনা ফোনে সৈয়দ আলীকে ফ্ল্যাট কেনার প্রস্তাব দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ডেমরার শানারপাড় স্ট্যান্ডে নিয়ে যান। সেখান থেকে একটি...